পুলিশের ৫০ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২,১:৩৪ অপরাহ্ণ
0
9

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বদলি করা হয়েছে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৫০ কর্মকর্তাকে। আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) এ বদলি করা হয় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে।

সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৪৯ কর্মকর্তা এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। একটি প্রজ্ঞাপনে ২৪ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং একজন অতিরিক্ত পুলিশ সুপারকে পদায়ন করা হয়েছে। পৃথক আরেক প্রজ্ঞাপনে ২৫ জন এএসপিকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, উল্লিখিত কর্মকর্তারা বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য আগামী ৭ ডিসেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন, অন্যথায় ৮ ডিসেম্বর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand Released) হিসেবে গণ্য হবেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে