পুলিশের পোশাক পরে ডাকাতিতে অংশ নেয়া তরুণী গ্রেফতার

মঙ্গলবার, আগস্ট ২৭, ২০১৯,৬:৪৬ পূর্বাহ্ণ
0
37

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বেশ কয়েক দিন আগে কলকাতায় নরেন্দ্রপুরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই মামলায় দীপা মজুমদার নামের এক তরুণীকে গত শনিবার (২৪ আগস্ট) গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, পুলিশের পোশাক পরে ডাকাতিতে অংশ নেয় ওই তরুণী। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয় স্থানীয় নরেন্দ্রপুরের খুড়িগাছি এলাকা থেকে। এই ডাকাতির ঘটনায় তার এক প্রেমিকও যুক্ত। ওই প্রেমিককেও খুঁজছে পুলিশ।

গেল সপ্তাহে ছ’জনের একটি ডাকাতদল তার বাড়িতে হানা দেয় বলে জানিয়েছেন ডাকাতি হওয়া বাড়ির মালিক অরূপ দত্ত। এদের মধ্যে তিনজনের পরনে ছিল পুলিশের উর্দি। বাকি তিন জন ছিল সাধারণ পোশাকে। ডাকাতরা ৭০ হাজার টাকা, সোনা ও রুপোর গয়না লুট করে বাড়ির মালিকের মাথায় বন্দুক ঠেকিয়ে। টের পেয়ে পাশের লোকজন চিৎকার শুরু করে। তখন ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ডাকাতরা পালিয়ে যায়।

তবে পালাতে পারেনি ডাকাতদলের সবাই । এদের একজনকে পিছু ধাওয়া করে ধরে ফেলেন স্থানীয়েরা। তাকে জিজ্ঞাসাবাদ করে রেজাউল শেখ, মামুন শেখ, সবুজ শেখ ও দীপু শর্মা নামে চার ডাকাতকে গ্রেফতার করে। পুলিশ জানতে পারে দীপা ওই ডাকাত দলের নেতৃত্বে দেয়। ফলে তাকে গ্রেফতার করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে