[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ বুধবার থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর মাঠে গড়াবে। তবে বাংলাদেশের এবং বিশ্বের অন্যতম সেরা ও সফল অলরাউন্ডার সাকিব আল হাসান এক বছরের নিষেধাজ্ঞার কারণে এবারের আসরে অংশগ্রহণ করছেন না। ফলে ক্রিকেটারদের মধ্যে অনেকেরই মন খারাপ। তাদেরই একজন ক্যারিবীয় ক্রিকেটার আন্দ্রে রাসেল। ঢাকায় পৌঁছেই মিডিয়ার সামনে প্রথম দাঁড়িয়েই সাকিবের ব্যাপারে নিজের অনুভূতির কথা জানালেন তিনি। বললেন, এবারের বিপিএলে সাকিবকে মিস করবেন তিনি।
গতকাল মঙ্গলবার ঢাকার স্থানীয় এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ক্যারিবীয় অলরাউন্ডার বলেন, ‘সাকিবকে অবশ্যই মিস করব। পুরো বিপিএলই তাকে মিস করবে। সে দারুণ খেলোয়াড়। স্মার্ট বোলার, দারুণভাবে হিটও করতে পারে। বিশ্বকাপে কত দারুণ ছিল, এখনো সেই স্মৃতি জলজ্যান্ত।’
নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আবার নিজের মতো করে ফিরে আসবেন এবং বিপিএলে আবার ব্যাট-বলে জ্বলে ওঠে দর্শকদের হৃদয় জয় করবেন- এমন প্রত্যাশাও রাসেলের। তার বিশ্বাস, সাকিবের বয়স এখনও অনেক কম। আর সাসপেন্সনের সময়ও খুব বেশি নয়, মোটে এক বছর। তাই তার ধারণা সাকিব ঠিকই ফিরে আসবেন আগের মত। হয়ত তার চেয়েও উজ্জ্বল ও শক্ত সামর্থ্য হয়ে। এবারের বিশ্বকাপ ক্রিকেটে সাকিবের অসাধারণ পারফরমেন্সকে উপমা হিসেবে টেনে এনে আন্দ্রে রাসেল বলেন, ‘সাকিব এবারের বিশ্বকাপে অসাধারণ ক্রিকেট খেলেছে।’
জানা গেছে, এবারের বিপিএলে রাজশাহী রয়্যালসের হয়ে খেলবেন আন্দ্রে রাসেল। গত দুই বছর ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন তিনি। দুই বারই দলকে নেতৃত্ব দেন সাকিব আল হাসান।