পুনর্বাসনের অংশ হিসেবে এক লাখ করে টাকা পাবে ৯৬ জলদস্যু

রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২০,৮:০১ পূর্বাহ্ণ
0
16

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পুনর্বাসনের অংশ হিসেবে এক লাখ টাকা করে আর্থিক অনুদান দিচ্ছে সরকার কক্সবাজারের মহেশখালীতে আত্মসমর্পণ করা ৯৬ জলদস্যুকে। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেওয়া এই অর্থের অনুমোদন দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে ১২ বাহিনীর ৯৬ জন জলদস্যু ও অস্ত্র কারিগর আত্মসমর্পণ করেছিলেন গত বছরের ২৩ নভেম্বর। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয় প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার মোহাম্মদ শামীম মুসফিক স্বাক্ষরিত ওই চিঠি।

চিঠিতে বলা হয়, আত্মসমর্পণ করা জলদস্যু ও অস্ত্রকারিগরদের পুনর্বাসনের জন্য প্রত্যেককে এক লাখ টাকা করে ৯৬ জনকে ৯৬ লাখ টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা করা হয়েছে। চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয় এ বিষয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব আবু বকর ছিদ্দীক বলেন, আত্মসমর্পণ করলে তাঁদের যেসব সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো ইতিমধ্যে দেওয়া হয়েছে। বর্তমান সরকার সন্ত্রাস দমনে প্রতিশ্রতিবদ্ধ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে