[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলার জন্য ব্যবহার করেন বিশেষ মোবাইল ফোন। কেবল পুতিনের জন্যই বিশেষভাবে বানানো হয়েছে এ মোবাইল ফোন। সচরাচর যে সব স্মার্টফোন পাওয়া যায় এটি তার চেয়ে আকারে বেশ পুরু। ক্রেমলিনের একটি সূত্র রাশিয়ার মিডিয়াকে এ কথা জানিয়েছে। ফোনটিতে নিশ্চিত করা হয়েছে কয়েক ধাপের নিরাপত্তা ব্যবস্থা। কথা চলাকালে মোবাইল ফোনের সিগন্যালের কোনো ধরনের বিকৃতি না ঘটে তারও ব্যবস্থা রাখা রয়েছে।
দুই নেতার মধ্যে চলমান আলোচনায় আড়িপাতার কোনো সুযোগ এতে নেই। রুশ সরকারের নিরাপদ লাইনটি সামরিক কৃত্রিম উপগ্রহের মাধ্যমে চলে গেছে। গোপন প্রযুক্তির মাধ্যমে সংকেতবদ্ধ করে পাঠানো হয় কথাবার্তাকে। ক্রেমলিনের সূত্র থেকে জানানো হয়েছে এ ধরনের বার্তার সংকেত মোচন করতে চাইলে এক বছরেরও অধিক সময় লাগবে।
দুই দেশের নেতার মধ্যে টেলিফোন সংলাপের জন্য রয়েছে বিশেষ কূটনৈতিক কাঠামো। সংলাপের জন্য বিশেষ কূটনৈতিক চ্যানেল ব্যবহার করা এবং এ কাঠামোর মধ্যেই পড়ে দক্ষ দোভাষীর সহায়তা নেয়া।
সূত্র : পার্সট্যুডে