[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পুণ্ড্র ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিজ্ঞান বিষয়ক নানা অনুষ্ঠানমালা শুরু হয়েছে।
দুদিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য জনাব প্রফেসর ড. মোঃ মোজাফফর হোসেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জদুঘরের মহাপরিচালক জনাব মোহাম্মাদ মুনীর চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি বিওটির সিনিয়র সহসভাপতি সাবেক সচিব জনাব মুহঃফজলুর রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র প্রফেসর ও পুণ্ড্র ইউনিভার্সিটির বিওটি সদস্য জনাব ড. মোহাঃ হাছানাত আলী।
উৎসব মুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী দিনব্যাপী ৪-ডি মুভি ও মিউজিয়াম বাসের ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করে।