পিসিআর টেস্টেও ডা. জাফরুল্লাহর করোনা নেগেটিভ

মঙ্গলবার, জুন ১৬, ২০২০,৬:৪৯ পূর্বাহ্ণ
0
24

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনা পরীক্ষার পিসিআর টেস্টের ফলাফলও নেগেটিভ এসেছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর। জানা গেছে, তিনি আগের চেয়ে সুস্থ আছেন বলে। গত ১৩ জুন গণস্বাস্থ্যের নিজেদের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষা করা হলেও ফল নেগেটিভ আসে। 

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল এবং জিআর কভিট-১৯ ডট ব্লট প্রকল্পের কো-অর্ডিনেটর ডা. মুহিব উল্লাহ খোন্দকার জানান, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর পিসিআর টেস্টের ফল নেগেটিভ এসেছে। তিনি সুস্থ হওয়ার দিকে। তবে নিউমোনিয়া রিকভারি না হওয়া পর্যন্ত আমরা তাঁকে ছাড়ছি না।’

গণস্বাস্থ্য নগর হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ গতকাল সোমবার বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর সার্বিক অবস্থা স্থিতিশীল। অক্সিজেন ছাড়াই তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন। গণস্বাস্থ্য কিটের পর আজ (গতকাল) আরটি পিসিআর পরীক্ষার ফলও নেগেটিভ পাওয়া গেছে।’

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে