[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখ সড়কে বৃষ্টির পানি জমে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে রোগীদের চলাচলে। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণেই সৃষ্টি হয়েছে এমন জলাবদ্ধতার । হাসপাতালে রোগী আনা-নেওয়ার ক্ষেত্রে বিকল্প কোনো রাস্তা না থাকায় ওই পানিতে ভিজেই রোগীদের হাসপাতালে আসা-যাওয়া করতে হচ্ছে।
ওই পানিতে মিশে পানিকে দূষিত করে তুলেছে হাসপাতালের আশপাশের নানাধরনের পচা বর্জ্য । আর ওই দূষিত বিশাক্ত পানির স্পর্শে চুলকানিসহ ওখানকার রোগীসহ ডাক্তার ও নার্সরা নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। গুরুতর রোগীদের স্থানান্তরের ক্ষেত্রে অ্যাম্বুলেন্সে তুলতেও পড়তে হচ্ছে বিড়ম্বনায়। ওই হাসপাতালের ডাক্তার মো. আসাদুজ্জামান এ ব্যাপারে জানান, সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় এই অবস্থার । এভাবে যদি আর এক সপ্তাহ বৃষ্টি অব্যাহত থাকে আর জলাবদ্ধতা দূরীকরণে দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে হাসপাতালের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে পুরোপুরি ।