[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী মানব সমাজকে হুমকীর মুখোমুখি করেছে। এই পৃথিবী তথা দেশে এতবড় মানবিক বিপর্যয় আগে কখনো ঘটেনি। এই মরণব্যাধি করোনা ভাইরাসের থাবা বাংলাদেশেও বিস্তৃত হয়েছে। ফলে থমকে গিয়েছে জনজীবন।
মেয়র প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উদ্দেশ্যে বলেন, আপনারা সমাজের দর্পণ। এনআরবিসি লিমিটেড’র ন্যায় অন্যান্য কর্পোরেট হাউসগুলো এগিয়ে আসলে সাধারণ জনগণ উপকৃত হবে। এবং মিডিয়ায় এই সমস্ত মানবিক কার্যক্রম প্রচারের জন্য গণমাধ্যম কর্মীদের আহবান জানান মেয়র। তিনি বলেন, দূর্যোগকালীন সময়ে সেবা পাওয়ার ক্ষেত্রে কোন ধরনের দলীয় পরিচয় স্থান পাবে না। তার একমাত্র পরিচয় মানুষ।
তিনি বলেন,সরকারি ও বেসরকারি সংস্থা মিলিতভাবে করোনাভাইরাস মোকাবিলায় কাজ করছে। এটা অত্যন্ত আশাব্যঞ্জক। করোনা আক্রান্তদের সেবায় নিয়োজিতদের স্বাস্থ্য সুরক্ষায় এনআরবিসি ব্যাংকের পিপিই সহ চিকিৎসা সরঞ্জাম সহায়তা কার্যক্রমের মাধ্যমে বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধি পাচ্ছে।
আজ রোববার সকালে নগরীর টাইগার পাসস্থ চসিক নগরভবনে সিটি মেয়রের নিকট বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছেন এনআরবি ব্যাংক কর্তৃপক্ষ। আজ প্রদত্ত চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে ৫ শত পিস পিপিই (পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট),৫শত পিচ মাক্স, ১০ টি টেম্পারেচার থার্মাল, ১২০ টি নিরাপত্তা গ্লাস, ৫০ টি ফেইস শীল্ড, ১টি জীবানু নাশক মেশিন । এসময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, ব্যাংকের সিনিয়র ভিপি মো. জয়নাল আবেদীন, ভিপি চৌধুরী মহিউদ্দিন, এফভিপি প্রদ্যুৎ বিকাশ চৌধুরী, ব্যাংকের কর্মকর্তা মো. ফজলে সাদেক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।