পাসপোর্ট করাতে গিয়ে রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার, এক বছরের কারাদণ্ড

বুধবার, আগস্ট ২৮, ২০১৯,৭:২৩ পূর্বাহ্ণ
0
22

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কক্সবাজারে পাসপোর্ট করাতে গিয়ে এক রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।পিতা পরিচয় দেওয়া এক বাংলাদেশি ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে তাঁর সঙ্গে। পরে দু’জনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। গ্রেপ্তারকৃত রোহিঙ্গা তরুণীর নাম রশিদা (১৮) এবং ভুয়া পিতা মনজুর আলম।কক্সবাজারে তাঁদের কারাদণ্ড দেওয়ার পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে গতকাল মঙ্গলবার দুপুরে।

আটক রোহিঙ্গা তরুণী হলেন- রশিদা (১৮)। তিনি মিয়ানমারের মংডুর আবদুল আমিনের মেয়ে এবং ভুয়া পিতা মনজুর আলম কক্সবাজার সদরের পোকখালী ইউনিয়নের নাইক্ষ্যংদিয়া এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আঞ্চলিক পার্সপোর্ট অফিসের সহকারি পরিচালক আবু নাঈম গণমাধ্যমকে।

জানা গেছে, মঙ্গলবার সকালে তাঁরা কক্সবাজার আঞ্চলিক পার্সপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসে পিতাকন্যা পরিচয়ে। বিষয়টি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহজনক মনে হওয়ায় তাঁর ফিঙ্গার প্রিন্ট নিয়ে সার্ভারে পরীক্ষা করা হয়। এতে বের হয়ে আসে রোহিঙ্গা ডেটাবেজে থাকা তাঁর পরিচয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে উভয়কে হাজির করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে