[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সাথে আজ রাজধানীর পানি ভবনে বিশ্ব ব্যংকের প্রতিনিধিদল বৈঠক করেছে। বৈঠকে পানি সম্পদ উন্নয়ন, নদী খনন, ভাঙন প্রতিরোধে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করে প্রতিনিধিদল। যমুনা নদীর উজানে দু’টি খাল খনন বিষয়েও আলোচনা করেন তারা।
যমুনার পানির স্তর সবচেয়ে নিম্ন। প্রতি বছরই শীতকালে পানির প্রবাহ কমে আসছে। এছাড়া এই নদীর গভীরতা ও প্রশস্ততাও কমে গেছে, ফলে বর্ষার সময় ১৫ থেকে ২০ কি. মি. পর্যন্ত প্লাবিত হয় বলে জানান প্রতিনিধিগণ। বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম¦ন, ওয়াটার গ্লোবাল প্র্যাকটিস এর প্র্যাকটিস ম্যানেজার সুমিলা গুলিয়ানি, সিনিয়র ওয়াটার ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ এটিএম খালেকুজ্জামান এবং ঢাকায় বিশ্বব্যাংকের কনসালটেন্ট মৌটুশি ইসলাম ।