[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আর থাকছে না। পানিসম্পদ অধিদপ্তরে রূপান্তর করা হচ্ছে এটি বিলুপ্ত করে। একই সঙ্গে নতুন একটি ক্যাডার যোগ করা হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) পানিসম্পদ নামে। নিয়োগ দেওয়া হবে বিসিএসের মাধ্যমে।
এরই মধ্যে একটি আইনের খসড়া তৈরি করা হয়েছে ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে আত্মপ্রকাশ করা পাউবো বিলুপ্ত করে পানিসম্পদ অধিদপ্তর করতে। সেটির ওপর বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার কাজও শেষ পর্যায়ে। এরপর মন্ত্রিসভার অনুমোদন মিললে আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ করে তা পাঠানো হবে জাতীয় সংসদে। বিলুপ্ত হয়ে যাবে দীর্ঘ ৪৮ বছরের পুরনো প্রতিষ্ঠানটি সংসদে আইনটি পাস হওয়ার সঙ্গে সঙ্গে। একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ড আইন ২০০০ বিলুপ্ত হবে।