[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আবারো স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) ঘন কুয়াশার কারণে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ১০টায় এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি)-এর আরিচা সেক্টরের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জিল্লুর রহমান। তিনি বলেন, গতকাল রাত ১১টার দিকে কুয়াশার ঘনত্ব তীব্র আকার ধারণ করে। এসময় দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে যাওয়ায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে আবারো ফেরি চালু করা হয়।
এদিকে দীর্ঘ ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই তীরে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। পারের অপেক্ষায় রয়েছে কয়েক শ যানবাহন। তবে ফেরি চলতে শুরু করায় যাত্রী ও যানবাহনের চালক-শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে।