পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত

মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২০,৮:৪৫ পূর্বাহ্ণ
0
15

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পুলিশ ভ্যানে আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন পাকিস্তানে। দেশটির গণমাধ্যম ডন জানিয়েছে , এছাড়া অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে তারা জানায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায়। দুই পুলিশ কর্মকর্তা আছেন নিহতদের মধ্যে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ঘটনাস্থলে অনেক গাড়ি ছিল বিস্ফোরণের সময়। সেগুলোর বেশ কয়েকটি পুড়ে গেছে। তবে এখনও নিশ্চিত করে জানা যায়নি বিস্ফোরণের কারণ কী এবং কারা এটি ঘটিয়েছে সে সম্পর্কে। কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। এদিকে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে