পল্টন শহীদদের স্মৃতির প্রতি ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন

বুধবার, জানুয়ারি ২০, ২০২১,৩:১৪ অপরাহ্ণ
0
61

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ ২০ জানুয়ারি পল্টন শহীদ দিবস। ২০০১ সালের এই দিনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির লাল পতাকা জনসভা চলাকালে পল্টন ময়দানে উপর্যুপরি বোমা বিস্ফোরিত হয়। এতে কমিউনিস্ট পার্টির কমরেড হিমাংশু-মজিদ-হাসেম-মোক্তার-বিপ্রদাস প্রাণ হারায়, অসংখ্যা কমরেড মারাত্মকভাবে আহত হন। এই মর্মান্তিক হত্যাকান্ডের বিচার আজও হয়নি।

দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির অংশ হিসেবে কমিউনিস্ট পার্টির অফিসে সামনে অস্থায়ী বেদিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ১০:১০ মিনিটে কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক-এর নেতৃত্বে পুষ্পার্ঘ নিবেদন করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য কমরেড আবুল হোসাইন, কমরেড জাকির হোসেন রাজু, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, কমরেড মুর্শিদা আখতার নাহার, কমরেড মুতাসিম বিল্লাহ সানী, ঢাকা মহানগর নেতা জাহাঙ্গীর আলম ফজলু, কমরেড মো. তৌহিদ, কমরেড কাজী আনোরুল ইসলাম টিপু, কমরেড তাপস দাস, সজিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে