[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রমজান সরকার, কুবি প্রতিনিধি : পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন শুরু করে শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা পরীক্ষা নেয়ার দাবি করে বলেন, আমাদের পরীক্ষা নিতে হবে, সেশনজট মুক্ত হতে চাই। কমপক্ষে চলমান পরীক্ষাগুলো নিয়ে নিলে আমাদের আর সেশনজনটে পড়তে হবে না।
এসময় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মাস্টার্স ১ম বর্ষের শিক্ষার্থী তামিম রুহুল বলেন, ‘আমাদের মানববন্ধনের মুল উদ্দেশ্য সেশনজট মুক্ত হওয়া। কমপক্ষে মাস্টার্সে যারা আছি তাদের চলমান পরীক্ষা হওয়াটা খুবই জরুরি। আমাদের একটাই দাবি যেসব বিভাগে পরীক্ষা চলমান রয়েছে অন্ততপক্ষে সেগুলো শেষ করা হোক।’
এছাড়াও মানববন্ধনের পর উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেয়ার কথা জানান তারা।
গত ২২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে অনলাইনে জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান সব ধরনের পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত ২৩ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারীতে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত ২০ ডিসেম্বর থেকে চুড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করেছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকে এ পর্যন্ত বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের অনেকগুলো পরীক্ষা সম্পন্ন হলেও চলমান পরীক্ষাও আটকে গেছে।