[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাস্তা ও ফুটপাতে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রেখে পরিবেশ দূষণ এবং গাড়ি হতে মাত্রাতিরিক্ত ক্ষতিকর ধোঁয়া নিঃসরণ দ্বারা পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে গতকাল ঢাকার মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে মোট তিপ্পান্ন হাজার টাকা জরিমানা করেন।
পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে জনস্বার্থে পরিচালিত অভিযান করে রাস্তা ও ফুটপাতে নির্মাণ সামগ্রী তথা ইট, বালু, পাথর, পরিত্যক্ত কংক্রিট ইত্যাদি খোলা অবস্থায় রেখে পরিবেশ দূষণের দায়ে রানার প্রোপারটিজের ম্যানেজার কিরন পাঠান, উত্তর পীরের বাগের মোঃ মিজানুর রহমান, পশ্চিম মনিপুর মিরপুরের মোঃ মতিউর রহমান, পশ্চিম আগারগাও এর মোঃ শাকিল কে মোট ৪৫ হাজার টাকা জরিমানা ধার্য করেন।
এছাড়া উক্ত মোবাইল কোর্ট ইসলামী ফাউন্ডেশন মোড়, আগারগাঁও ঢাকায় গাড়ি হতে নিঃসরিত ধোঁয়ার মাত্রা পরীক্ষা করে মাত্রাতিরিক্ত ক্ষতিকর ধোঁয়া দ্বারা পরিবেশ দূষণের দায়ে ৪টি গাড়িকে মোট ৮ হাজার টাকা জরিমানা ধার্য করে।
উল্লেখ্য, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এনফোর্সমেন্ট উইং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন্ স্থানে বায়ু তথা পরিবেশ দূষণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।