[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের কাছ থেকে পরিবহন শ্রমিকরা অতিরিক্ত ভাড়া আদায় করার খবরে । তিনি এ প্রসঙ্গে বলেন, পরিবহন মালিকদের লোভ সীমা ছাড়িয়েছে। তবে তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।
আজ সোমবার সচিবালয়ের নিজ দপ্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন ।
মন্ত্রী সড়কের ঈদযাত্রার বিষয়ে বলেন, ‘ঈদযাত্রা এর আগে এত স্বস্তিদায়ক হয়নি। কোথাও থেকে বড় ধরনের যানজটের খবর পাইনি। আজকে একটু চাপ বাড়বে গার্মেন্টস ছুটির পর বিকেলে। বৃষ্টি-বাদল হলে যানবাহনের ধীর গতি হতে পারে। এমনটাই সবাই বিশ্বাস করেন।’
তিনি আরো বলেন, ‘এখন ঢাকা থেকে চট্টগ্রাম ৪ ঘণ্টায় যাচ্ছে। আমরা বহুদিন পর স্বস্তির জায়গায় এসেছি। এই স্বস্তিদায়ক যাত্রা আগামী দিনেও রাখতে চাই। শুধু ঈদ কেন, সারা বছরই রাস্তায় স্বস্তি থাকবে, এটাই জনগণ আশা করে।’
সেতুমন্ত্রী বলেন, ‘সড়কে ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা নেই। আমাদের সরকারের এটা ফিরিয়ে আনাই চ্যালেঞ্জ। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। জনগণ ভুক্তভোগী। আমরা এটার প্রতিকার করব। পরিবহন মালিকদের দৌরাত্ম্য বেড়েছে। তাদের লোভ সীমা ছাড়িয়ে গেছে। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ঢাকায় ব্যাপক বিশৃঙ্খলা চলছে। বছরের পর বছর ধরে এটা চলতে পারে না।
তিনি বলেন, ‘এ দেশে সততার সাথে কাজ করা -এটা একটা চ্যালেঞ্জ। সত্য কথা আমরা খুব কম লোকই বলি। রাজনীতিতে সৎ মানুষের সংখ্যা খুব বেশি নেই। আমরা সবাই সৎ হলে দেশের চেহারাটা বদলে যেত। আমাদের এখানে অবকাঠামোগত উন্নয়ন আশাতিরিক্ত হয়েছে। কিন্তু ডিসিপ্লিনের অভাবে এর সুফল আমরা জনগণের কাছে পৌঁছাতে পারিনি। এখানে শৃঙ্খলা হচ্ছে বড় সঙ্কট। পরিবহনেও শৃঙ্খলা নেই এবং সড়কেও শৃঙ্খলা নেই। আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শৃঙ্খলা।’