[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি দেশবাসীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
এক বিবৃতিতে তাঁরা বলেন, দীর্ঘ এক মাস রমজানের রোজা পালন শেষে মহিমান্বিত ঈদ-উল ফিতর মুসলমান সম্প্রদায়ের মাঝে আনন্দ-উৎসব বয়ে আনে। এই উৎসবের মর্মবাণী হলো সকল মানুষকে এই আনন্দে শামিল করা। নেতৃদ্বয় কামনা করে বলেন, পবিত্র ঈদ-উল ফিতর দেশবাসীর জন্য শান্তি সমৃদ্ধি বয়ে আনুক। তারা এই উৎসব যাতে সকলে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে পালন করতে পারে তা কামনা করেন।
বিবৃতিতে নেতৃদ্বয়, দেশবাসীকে সতর্ক আহবান জানান যে, দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। এর মধ্যে বাংলাদেশে করোনার ভারতীয় ধরণ সনাক্ত হয়েছে যা উদ্বেগজনক। এই ধরণটির সংক্রমণ ক্ষমতা অনেক বেশী বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। তাই মানুষকে খুব বেশী সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। বিবৃতিতে তারা চলমান স্বাস্থ্যবিধি মেনে দেশকে সুরক্ষা ও নিরাপদ রাখার মনোভাব নিয়ে ঈদ উদ্যাপন আহ্বান জানিয়েছে।