[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গতকাল মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার মাওয়া প্রান্তে ১১ ও ১২ নম্বর পিয়ারের (খুঁটি) উপর ৪০তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৬ কিলোমিটার। বাকি রইল আর মাত্র একটি স্প্যান। ১৫০ মিটারের সর্বশেষ অর্থাৎ ৪১তম স্প্যান স্থাপন করা হলেই দৃশ্যমান হবে পুরো পদ্মা সেতু। ৪১তম স্প্যানটি মাওয়া প্রান্তে ১২ এবং ১৩ নম্বর পিয়ারের উপর শীঘ্রই স্থাপন করা হবে।
উল্লেখ্য, মূল সেতুর ২৯১৭টি রোডওয়ে স্ল্যাব এর মধ্যে ১২৬১টি এবং ২৯৫৯টি রেলওয়ে স্ল্যাব এর মধ্যে ১৮৬৮টি স্থাপন করা হয়েছে। মাওয়া ও জাজিরা ভায়াডাক্টে ৪৮৪টি সুপার গার্ডারের মধ্যে ৩০৩টি স্থাপন করা হয়েছে।
এ পর্যন্ত মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি শতকরা ৯১ ভাগ। নদী শাসন কাজের বাস্তব অগ্রগতি শতকরা ৭৫ দশমিক ৫০ ভাগ। সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ার বাস্তব কাজ শত ভাগ সম্পন্ন হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮২ দশমিক ৫০ ভাগ।