পদ্মায় নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে ফেরি বন্ধ

মঙ্গলবার, অক্টোবর ৮, ২০১৯,৬:০৩ পূর্বাহ্ণ
0
59

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সব ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। পদ্মায় নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে গতকাল কর্তৃপক্ষ সোমবার (৭ অক্টোবর) রাত ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল পৌনে ৮টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শুরু হয়নি ফেরি চলাচল।

এদিকে, বহু যানবাহন ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় অপেক্ষায় রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে পরিবহন চালক ও শ্রমিকরা। কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, বহু পণ্যবাহী পরিবহন সোমবার রাতে ফেরি চলাচল বন্ধ হওয়ার পর থেকে ঘাট এলাকায় আটকা পড়েছে। পদ্মায় নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে চলতে পারছে না ফেরি।

সূত্র জানায়, কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে চারটি রো-রোসহ মোট ১৮টি ফেরি থাকলেও উদ্ভূত সংকটের কারণে মাঝেমধ্যেই চলাচল ব্যাহত হচ্ছে। কখনো কখনো দীর্ঘসময় ধরে বন্ধ রাখতে হচ্ছে ফেরি চলাচল। পণ্যবাহী ট্রাকের চালকরা জানান, সোমবার বিকেলে এসেও পার হতে পারেননি তাঁরা। এখনও ফেরি বন্ধ। কখন চালু হবে তাও জানে না কেউ। ঘাটে খাবারের দামও অনেক বেশি। এ ছাড়া দীর্ঘসময় আটকা থাকলে ট্রাকে থাকা কাঁচামাল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ফলে ফেরি বন্ধ থাকলে সবারই কষ্ট।

বিআইডাব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, পদ্মায় তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে সোমবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে। কখন চালু হবে তা এখনও বলা যাচ্ছে না। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে