পতেঙ্গাকে বহুমূখী অর্থনৈতিক হাব হিসেবে গড়তে হবে : রেজাউল করিম

সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২০,১০:২৯ পূর্বাহ্ণ
0
40

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সমুদ্র সৈকতকে কাজে লাগিয়ে পতেঙ্গায় একটি বহুমূখী অর্থনৈতিক হাব গড়ে তোলা সম্ভব। গণপূর্ত বিভাগের সাথে সমম্বয় করে এখানে পর্যটন ভিত্তিক উপশহর গড়ে তোলা যেতে পারে। বিনোদনের পাশাপাশি অবকাশ যাপনের জন্য এখানে আন্তর্জাতিকমানের আবাসিক হোটেলসহ, স্থায়ী আবাসিক এলাকা, শপিংমল, পার্ক ইত্যাদি গড়ে তোলা গেলে পতেঙ্গা হবে দেশের অন্যতম আকর্ষনীয় অর্থনৈতিক অঞ্চল।

সমুদ্র সৈকত দোকান মালিক সমিতির সাথে গতকাল সন্ধ্যায় মতবিনিময়কালে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এখানে যারা ক্ষুদ্র ব্যাবসায়ীরা এখন পর্যটকদের ঘিরে ফুডজোনসহ নানান সামগ্রীর দোকান গড়েছেন করোনার কারণে পর্যটন স্পট বন্ধ থাকায় অর্থনৈতিক ক্ষতির সম্মূখীন হয়েছেন তারা অদূর ভবিষ্যতে আবারো ঘুরে দাড়াতে সক্ষম হবেন বলে আশা রাখছি। আর যখনি পুরোপুরি সৈকতে লোকজন আসতে শুরু করবে তখন সংশ্লিষ্ট দায়িত্ব পালনকারী সংস্থার পাশাপাশি এখানকার ব্যাবসায়ীরা সৈকতকে পরিচ্ছন্ন রাখতে নিয়মিত কর্মসূচী রাখবেন, এটা আমার অনুরোধ। কারণ এটাকে আকর্ষনীয় রেখে সমাগম বাড়াতে পারলে ব্যাবসাতেও ইতিবাচক প্রভাব পড়বে। তাই নিজেদের দায়িত্ব মনে করেই সচেতনতার সাথে সৈকতকে ব্যাবহার করা সকলের উচিৎ।

ওয়াহিদুল আলম মাষ্টারের সভাপতিত্বে ও বেলাল হোসেন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর, বি ইউনিট আওয়ামীলীগ সভাপতি শহীদুল ইসলাম পরাগ, সাবেক দক্ষিণ পতেঙ্গা ৪১নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক কামরুল হাসান সোহেল, ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মাইনুল, সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আশরাফ খোকন, পতেঙ্গা থানা ছাত্রলীগের সম্পাদক মেহরাজ তৌসিফ সাধারণ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হাসান সাব্বির, সহ-সভাপতি আরিফুল আলম, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. লোকমান, শেখ আহমদ সাগর, মো. হারিছ, মো. জামালসহ দোকানদার মালিক সমিতির সদস্যবৃন্দ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে