পটুয়াখালীতে ৬ বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় মহিলা পরিষদের ক্ষোভ প্রকাশ

শনিবার, জুন ২০, ২০২০,৫:১৫ অপরাহ্ণ
0
34

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে, পটুয়াখালীর ধরান্দী এলাকায় প্রতিবেশি ধলু কর্তৃক মাত্র ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ।

বিবৃতিতে তারা বলেন, অদ্য ১৯.০৬.২০২০ তারিখ বিভিন্ন দৈনিক সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায় যে- পটুয়াখালীতে প্রতিবেশি কর্তৃক ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। জানা যায় যে, নির্যাতনের শিকার শিশুটির বাবা ব্রুনাই প্রবাসী হওয়ায় ব্যাংকে টাকা আদান প্রদানের কারণে শিশুটির মা সকালে টাকা উঠানোর জন্য ব্যাংকে গেলে এ সময় বাড়ি খালি থাকায় প্রতিবেশী ধলু বাড়িতে শিশুটিকে ধর্ষণ করে। শিশুর মা বাড়ি এসে হাতনাতে ধলুকে ধরলেও সে পালিয়ে যায়। শিশুটি পটুয়াখালী জেনারেলে হাসপাতালে গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বিবৃতিতে তারা আরও বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিবেশি কর্তৃক ছয় বছরের শিশুকে নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে। ঘটনার সাথে জড়িতের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির এবং নির্যাতনের শিকার শিশুর সুচিকিৎসাসহ তার ও তার পরিবারের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানাচ্ছে। সেইসাথে এ ধরণের নৃশংস, বর্বর ঘটনা প্রতিরোধে আশুকার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য সরকার, প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে