পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি

বুধবার, ডিসেম্বর ২৫, ২০১৯,৫:৫৮ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীসহ সারাদেশে ঘন কুয়াশার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। আজ বুধবার (২৫ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে।

পঞ্চগড় : উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

যশোর : এদিকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে যশোরের জনপথ। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।

রংপুর : মৃদু শৈত্যপ্রবাহ কেটে গেলেও শীতের প্রকোপ কমেনি হিমালয়ের কোল ঘেঁষে থাকা উত্তরের জনপদ রংপুরে। শীতের কবল থেকে বাঁচতে গরম কাপড়ের সন্ধানে কম দামের দোকানগুলোতে রাতেও ভিড় করছেন নানা বয়সী মানুষেরা।

ভোর থেকে ঘন কুয়াশায় রাস্তায় হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। আবার ফসলি জমিতে কাজে যেতে পারছে না কৃষকেরা। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। হাড়কাঁপা এই শীতেও দু’পয়সা রোজগারের জন্য নগরীর অলিগলিতে খেটে খাওয়া মানুষের অপেক্ষা। তীব্র শীতে জনজীবন প্রায় স্থবির হলেও সংসারের বড় দায়িত্বের কাছে সব কষ্ট তুচ্ছ করে ছুটছেন কর্মজীবী মানুষেরা।

টানা কয়েকদিন কষ্ট ভোগার পর শীতের কবল থেকে বাঁচতে গরম কাপড়ের সন্ধানে নগরীর আলমনগরে কম দামের দোকানগুলোতে রাতেও ভিড় করছেন নানা বয়সী মানুষেরা। এদিকে ডিসেম্বরের শেষ নাগাদ আরেকটি মৃদু শৈত প্রবাহে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে