[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থাকা অবস্থায় সচিব পদোন্নতি পেলেন তিনি।
আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা থেকে। নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামি ২৮ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে যাবেন মন্ত্রণালয়ের বর্তমান সিনিয়র সচিব আবদুস সামাদ। বর্তমানে সচিব ও সচিব মর্যদার কর্মকর্তা আছেন ৮৩ জন মেজবাহ্ উদ্দিন চৌধুরীসহ।