[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
‘নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন’ শিরোনামে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও র্যালি। এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ।
জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লাহ খান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান। আলোচনা সভা শেষে জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণে শহরে শোভাযাত্রা বের করা হয়।
একই সময় শহরের প্রশান সড়কে মানববন্ধন-সমাবেশ করে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে । এতে বক্তব্য রাখেন বাসদের জেলা সম্পাদক দলিলের রহমান দুলাল, কৃষক ফ্রন্টের সভাপতি তারকেশ্বর দেবনাথ নান্টু।