[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঠাকুরগাঁওয়ে নৈশকোচের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের একই পরিবারের তিনজন মারা গেছেন। রবিবার (২৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী সড়কের পল্লীবিদ্যুৎ বিলপাড়া এলাকায়। নিহত ৩ জন মোটরসাইকেল আরোহী ছিলেন।
নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মাসুদুর রহমান, মাসুদুর রহমানের স্ত্রী হামিদা খাতুন ও তাদের মেয়ে মেহের নেগার।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি কামাল হোসেন। প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা হানিফের একটি কোচ পল্লীবিদ্যুৎ বিলপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিকে আসা মোটরসাকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অপর দুজনকে মৃত ঘোষণা করেন।