[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক ছেলে টাকা চেয়ে না পাওয়ায়। পুলিশ এ ঘটনায় ঘাতক ছেলে রুবেলকে আটক করেছে। রোকেয়া বেগম (৬৫) নিহত মায়ের নাম। পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পৌর শহরের ঈশ্বরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে।
বুধবার সকালে রুবেল মা রোকেয়া বেগমকে দা দিয়ে কুপিয়ে আহত করে নেশার টাকা চেয়ে না পেয়ে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রোকেয়াকে গুরুতর অবস্থায়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রোকেয়ার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, মুক্তাগাছা শহরের ঈশ্বরগ্রাম এলাকার আবুল কালামের তিন ছেলের মধ্যে মেজো ছেলে রুবেল মাদকাসক্ত হয়ে পড়ে। সম্প্রতি রুবেল নেশার পাশাপাশি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ছেলে রুবেলকে আটক করা হয়েছে এ ঘটনায়। মামলার প্রস্তুতি চলছে। মর্গে পাঠানো হয়েছে নিহতের মরদেহ উদ্ধার করে।