নেপালে সড়ক দুর্ঘটানায় বাস খাদে পড়ে নিহত ১৪

রবিবার, ডিসেম্বর ১৫, ২০১৯,৯:৫১ পূর্বাহ্ণ
0
44

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

মর্মান্তিক বাস দুর্ঘটনায় নেপালে ১৪ জন নিহত হয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) সকালে দুর্ঘটনাটি ঘটে নেপালের সিন্ধুপালচক জেলার ডোলাখা খড়িচৌর–জিরি সড়কে। কালিনচক মন্দির থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল বাসটি। দুর্ঘটনার সময় ৪০ জন তীর্থযাত্রী বাসে ছিলেন।

নেপালের গণমাধ্যমগুলো জানায়, ডোলাখা খড়িচৌর–জিরি সড়ক মোড়ের কাছে খাদে গড়িয়ে পড়ে বাসটি। যাত্রীদের আর্তনাদ ও বাস গড়িয়ে পড়ার বিকট শব্দে স্থানীয় মানুষরা ছুটে যান। তারাই প্রথমে আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। পরে জেসিবি নিয়ে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে সে দেশের পুলিশ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে