নেদারল্যান্ডসে ৭ম আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশনে অংশগ্রহণ করবে বাংলাদেশ

সোমবার, মে ১৭, ২০২১,১১:১৮ পূর্বাহ্ণ
0
41

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নেদারল্যান্ডসে ২০২২ সালের এপ্রিল-অক্টোবরে অনুষ্ঠেয় ‘৭ম আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশন’ এ বাংলাদেশ অংশগ্রহণ করবে। ২০২২ সালে বাংলাদেশ-নেদারল্যাণ্ডসের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে উল্লিখিত এক্সিবিশনে কৃষিতে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য, এ দেশের কৃষিপণ্য ও সম্ভাবনাকে তুলে ধরতে ‘বাংলাদেশ ডে’ পালনের জন্য নেদারল্যান্ডসকে অনুরোধ জানানো হবে। কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্ত্রী বলেন, খাদ্য উৎপাদন অব্যাহত রাখা ও তা আরো বৃদ্ধি করতে কৃষি মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী করোনাকালে জীবনের ঝুঁকি নিয়েও সম্মুখ সারির যোদ্ধাদের মতো কঠোর পরিশ্রম করছেন। তিনি এ সময় স্বাস্থ্যবিধি মেনে এ ধারা অব্যাহত রাখা ও আরো গতিশীল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে