[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নেত্রকোনার দুর্গাপুরে কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে নব নির্মিত সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের । একই এলাকার শাহজাহান ও মোস্তফা নিহত শ্রমিকরা ।
হাফিজ উদ্দিনের বাড়িতে গত দুইমাস পূর্বে নির্মাণ করে রাখা ঐ সেপটিক ট্যাংকে এ দুর্ঘটনা ঘটে বুধবার দুপুরে কাজ করতে নামলে। দুর্গাপুর থানায় খবর দিলে পুলিশ ফায়ার সার্ভিসকে দিয়ে উদ্ধার করে লাশ ।
পুলিশের উপ-পরিদর্শক সুমন চন্দ্র দাস খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বন্ধ থাকা ট্যাংকে গ্যাস জমে বিষাক্ত হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই করা হবে লাশ হস্তান্তর।