[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ইকবাল হাসান,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলার সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়ায় লয়ার্স প্লাজায় জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শুক্রবার সন্ধ্যায় এ আলোচনা সভার আয়োজন করে। আহবায়ক আবুল কাশেম খান এর সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক আবুল কাশেম খান তারেক আহামেদ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা উদীচির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্ছু, জেলা সন্তান সংসদের সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ার আজাদ কালাম ও সদস্য সচিব রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তি, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ওমর ফারুক, আবু সাইদ খান য্যোতী ,জেলা কমিটির উপদেষ্টা এসবি খান শাহীন, সমীরণ সরকার, নেছার মো. হাবিব হিমেল খান, কমিটির সদস্য রফিকুল ইসলাম,মোঃ কালা মিয়া, দিদারুল আলম,রায়হান আহমেদ জয় প্রমুখ।
এ সময় বক্তারা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দের সামনে এগিয়ে যাওয়ার নানা বিষয়ে আলোচনা করেন।