নেত্রকোনায় বেপরোয়াগতির ট্রাকচাপায় নিহত ১

শনিবার, জুলাই ২০, ২০১৯,১১:০৯ পূর্বাহ্ণ
0
31

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আজ শনিবার সকালে বেপরোয়াগতির ট্রাকচাপায় নিহত হয়েছেন শামীম আহমেদ (৩০) নামের এক যুবক ।মৃত আ. মাজিদের ছেলে তিনি উপজেলা সদর ইউনিয়নের ইলাশপুর গ্রামের ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে শামীম শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার রাজা বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে দুর্গাপুরগামী বেপরোয়গতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২৫৭৩৭) নিয়ন্ত্রণ হারিয়ে  চাপা দেয় শামীমকে। এতে  তিনি নিহত হন ঘটনাস্থলেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, স্থানীয় জনতা ট্রাক ও চালকের সহকারী তারেক মিয়াকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে