[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ইকবাল হাসান, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলার মদন উপজেলায় কাইটাল ইউনিয়নের বাড়ই বাজার থেকে গতকাল ৩০মে এস আই আজিজুর রহমান ও এ এসআই সোহরাব হোসেন, গরুসহ চোরকে ধরে নিয়ে আসে মদন থানায়।
থানার সূত্রে জানা যায় গরু চুর কেন্দুয়া থানার কাওরাট গ্রামের মিলন মিয়ার ছেলে আবিদ মিয়া (পলাশ) । উক্ত আসামিকে ৩১ মে মদন থানা থেকে নেত্রকোনার কোড হাজতে সিএনজিতে করে নিয়ে যাওয়ার সময় হাতে হাতকড়া লাগানো অবস্থায় মদন বাজার থেকে আনুমানিক সময় দুপুর ১ টার দিকে পালিয়ে যায় । মদন থানার পুলিশ অনেক খোঁজাখুঁজির পরও গরু চুর আবিদ (পলাশ) কে কোথায়ও খুঁজে পায় নি।
এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম এ প্রতিনিধিকে জানান,গরু চোরকে এখন পর্যন্ত পাওয়া যায়নি চেষ্টা অভিযান অব্যাহত আছে।