নেত্রকোনায় বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে জাতীয়করণের দাবিতে মানববন্ধন

সোমবার, মে ১০, ২০২১,১২:০৯ পূর্বাহ্ণ
0
26

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ইকবাল হাসান,নেত্রকোনা জেলা প্রতিনিধি : গতকাল রবিবার দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) জেলা কমিটির উদ্যোগে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয়করণের দাবিতে স্বাস্থ্যবিধি মেনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামানের সার্বিক সহযোগিতায় নেত্রকোণা জেলা শাখার সভাপতি এটিএম এখলাছুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস খান, হাবলু হাসান চৌধুরী, বিজয় দাস,আব্দুল মোতালিব,আনোয়ার হোসেন, মিল্টন সরকার, সোহেল ভূইয়া সহ আরো অনেকই।

মানববন্ধনে বক্তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা বাড়ানোসহ জাতীয়করণের দাবি জানালেন। সবশেষে নেত্রকোনা জেলা প্রশাসক মহোদয়ের বরাবর স্মারকলিপি পেশ করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে