নেত্রকোনায় পরিবহন শ্রমিক-কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মঙ্গলবার, এপ্রিল ২৭, ২০২১,২:৪৮ অপরাহ্ণ
0
15

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ইকবাল হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি : করোনাকালীন লকডাউন চলাকালে পবিত্র রমজান উপলক্ষে নেত্রকোনায় পরিবহন শ্রমিক কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় শহরের সাতপাই আধুনিক স্টেডিয়াম মাঠে ৫ শতাধিক পরিবহন শ্রমিক কর্মচারীর মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান।

জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সহযোগিতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় তাদের মাঝে ৭ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি আলু দেয়া হয়েছে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, বিআরটিএ কর্মকর্তা মোবারক হোসেনসহ পরিবহন শ্রমিকদের নেতাকর্মীরা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে