[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ইকবাল হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি : করোনাকালীন লকডাউন চলাকালে পবিত্র রমজান উপলক্ষে নেত্রকোনায় পরিবহন শ্রমিক কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় শহরের সাতপাই আধুনিক স্টেডিয়াম মাঠে ৫ শতাধিক পরিবহন শ্রমিক কর্মচারীর মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান।
জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সহযোগিতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় তাদের মাঝে ৭ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি আলু দেয়া হয়েছে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, বিআরটিএ কর্মকর্তা মোবারক হোসেনসহ পরিবহন শ্রমিকদের নেতাকর্মীরা।