নেত্রকোনায় আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন

মঙ্গলবার, এপ্রিল ২০, ২০২১,৭:২০ অপরাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ইকবাল হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি : আদালতের নির্দেশে তদন্তের দাবীতে নেত্রকোনায় কবর থেকে দুলন আক্তার (২৩) নামে এক নারীর মরদেহ উত্তোলন করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের দরুনবালী এলাকার একটি কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মামলার প্রেক্ষিতে জানা যায়, সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের দরুনবালী গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে মো: আব্দুল কাইয়ুবের সাথে ২০১৪ সালে বারহাট্টা নোয়াগাও গ্রামের মো: আজিজুল ইসলামের মেয়ে দুলন আক্তারের বিয়ে হয়। এরপর থেকে দুলনের নিকট ২ লাখ টাকা যৌতুক দাবী করে আসছিল।

দুলন যৌতুক দিকে অস্বীকার করলে তাকে মারধর করে তাদের বাড়ীতে পাঠিয়ে দেয়। এ অবস্থায় তিনি এক ছেলে সন্তান জন্ম দেয়ার ৬ দিন পর মারা যায়। কিন্তু যৌতুকের ২ লাখ টাকা দিতে না পারায় অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়। এক পর্যায়ে কাইয়ুম তার বাড়ীতে চলতি বছরের ১৭ জানুয়ারী রাতে তাকে মারধর করে খুন করে।

ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা দরুনবালী আসে। পরে ওই গ্রামের একটি কবরস্থানে তাকে দাফন করে। তখন নিহতর স্বজনরা থানায় কোন অভিযোগ করেনি। এদিকে একমাস পর আব্দুল কাইয়ুম কলমাকান্দা উপজেলার রুমা নামে একজনকে বিয়ে করে সংসার শুরু করে।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোরশেদা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ঘটনাটি সন্দেহ হলে গত ১২ এপ্রিল নিহতের মা আলোয়া আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন।

আসামীরা হচ্ছে, নিহতের স্বামী আব্দুল কাইয়ুব, তার দ্বিতীয় স্ত্রী রুমা আক্তার এবং তার মাতা বেগত আক্তার। আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশে মামলা তদন্তের দাবীতে মঙ্গলবার তার মরদেহ কবর থেকে উত্তোলণ করা হয়েছে।

দুলন আক্তারকে খুন করার পর কেন থানায় অভিযোগ হয়নি এ বিষয়ে জানতে চাইলে সদর সার্কেল মোরশেদা খানম জানান, ‘ঘটনার পর থানায় কোন অভিযোগ আসেনি। তবে অসুস্থ থাকার কারণে কোন অভিযোগ করতে পারেনি বলে জানায় নিহতের পরিবার। পরে সুস্থ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে