নীলফামারীর ডিমলায় অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাই

শনিবার, মে ২, ২০২০,৯:৪৪ পূর্বাহ্ণ
0
17

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাই হয়েছে নীলফামারীর ডিমলা উপজেলায় ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চাপানী বাজারে। ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শুক্রবার মধ্যরাতে। 

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে ওই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মালামালসহ ১৬টি দোকান পুড়ে ছাই হয়। খবর পেয়ে ডিমলা ও জলঢাকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুর রহমান বলেন, রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে গ্যাস সিলিন্ডার, তুলা ও চায়ের দোকানও ছিল। কিন্তু কিভাবে কার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেন।

ডিমলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, অগ্নিকাণ্ডে চাপানী বাজারের ১৬টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। আগুনের সূত্রপাতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এ  বিষয়ে তদন্ত চলছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে