নীলক্ষেতে অবরোধ চলছে সাত কলেজ শিক্ষার্থীদের

মঙ্গলবার, জুলাই ১৬, ২০১৯,৮:৩৪ পূর্বাহ্ণ
0
51

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছেন আজও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো আন্দোলন শুরু করেন তারা নীলক্ষেত মোড়ে জড়ো হয়ে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থী সিজিপিএ ২-এর কম পেলে পরবর্তী বর্ষে তাকে উত্তীর্ণ করানো হয় না। আগে এ বিষয়ে কোনো নোটিশ না দিয়েই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। অথচ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ে গণহারে ফেল করেছেন তারা ভালো পরীক্ষা দিয়েও। এতে বিপাকে পড়েছেন তারা। দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারছেন না অনেক শিক্ষার্থী এই নিয়ম কার্যকরের ফলে। এ কারণে আন্দোলনে নেমেছেন তারা।

এক শিক্ষার্থী বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে তাদের পরীক্ষা শেষ হলেও ফল প্রকাশিত হয়েছে চলতি বছরের ১৫ জুলাই। আবার তাদেরকে গণহারে ফেল করানো হয়েছে এই ফলে ৷ সিজিপিএ ২-এর কম পেলে আমাদের মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে