নির্বাচন ক‌মিশনের ওপর আমাদের আস্থা নেই: তাবিথ

শনিবার, জানুয়ারি ১৮, ২০২০,৬:২৫ পূর্বাহ্ণ
0
41

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

‘নির্বাচন ক‌মিশনের ওপর আমাদের আস্থা নেই। তারা লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড তৈ‌রি কর‌তে ব্যর্থ হ‌য়ে‌ছে। তারপ‌রও আমরা দেখ‌তে চাই- শেষ পর্যন্ত নির্বাচন ক‌মিশন কী ক‌রে।’ -মন্তব্য করেছেন ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নের (ডিএনসিসি) দলটির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল। আজ শ‌নিবার সকাল সোয়া ১০ টায় রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় গণসং‌যোগকা‌লে তি‌নি এ কথা বলেন।

এ সময় ভোটারদের নির্ভয়ে কে‌ন্দ্রে গি‌য়ে ভোট দিতে বিএন‌পির নেতাকর্মীরা সহ‌যো‌গিতা কর‌বে ব‌লে জানান তাবিথ। তিনি বলেন, দেশে মানুষের গণতন্ত্র হরণ করা হ‌য়ে‌ছে। এখন জনগণ ভোট দি‌তে পা‌রে না। এবার বিএন‌পির নেতাকর্মীরা ভোটার‌দের সাহস দেবে, ভোট কে‌ন্দ্রে যে‌তে এবং ভোটা‌রেরা যা‌তে সুশঙ্খলভা‌বে কেন্দ্রে গিয়ে ভোট দি‌তে পা‌রে সে সহ‌যোগিতা কর‌বে।

‌তি‌নি ব‌লেন, নির্বাচন ক‌মিশনের ওপর আমাদের আস্থা নেই। তারা লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড তৈ‌রি কর‌তে ব্যর্থ হ‌য়ে‌ছে। তারপ‌রও আমরা দেখ‌তে চাই- শেষ পর্যন্ত নির্বাচন ক‌মিশন কী ক‌রে?

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে