[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নির্বাচনে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের প্যানেল কাঙ্খিত ফল অর্জন করতে না পারার কারণ উৎঘাটনে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক রেজওয়ানুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবর রহমান স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাসিম বানুকে আহ্বায়ক করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন বাংলা বিভগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও গণিত বিভাগের অধ্যাপক মিজানুর রহমান।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ইবি শিক্ষক সমিতির নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়। এতে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও কাঙ্খিত ফল অর্জন করতে ব্যর্থ হয় শাপলা ফোরাম।