[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজহারুল ইসলাম জনি (নিজস্ব প্রতিবেদক) : শুধু ঢাকা মহানগরী নয়, সারাদেশের সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে গাজীপুরের সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, ঢাকার শিক্ষার্থীদের জন্য হাফপাশ অথচ সারাদেশের শিক্ষার্থীরা পূর্ণ ভাড়া দিবে এটা অন্যায় এবং অযৌক্তিক।
বুধবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেছেন গাজীপুর জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
ঢাকায় হাফ ভাড়া কিন্তু সারাদেশে ফুল ভাড়া এটা আমাদের ওপর একপ্রকার জুলুম। এটি কার্যকর হলে শিক্ষার্থীদের মধ্যে একটি বিভাজনের সৃষ্টি হবে। আমরা এটা মানি না, দেশের সব শিক্ষার্থীদের সমান অধিকার রয়েছে বলেন শিক্ষার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
মানববন্ধনে শিক্ষার্থীরা মোট ৮ টি দাবি পেশ করেন। শিক্ষার্থীদের দাবি গুলো হলো-
১. সাড়া দেশে সড়ক, নৌ, রেল এবং মেট্রোরেল এ হাফ পাশ নিশ্চিত করতে হবে।
২. ফিটনেসবিহীন এবং লাইসেন্সবিহীন কোনো পরিবহন চলাচল করতে পারবে না তা নিশ্চিত করতে হবে।
৩. পরিকল্পিত বাস স্টপেজ ও রাস্তা পারাপারের জন্যে জেব্রা ক্রসিং এবং এটা মানার জন্যে কঠোর আইনের ব্যবস্থা করতে হবে।
৪. দ্রুত বিচারিক ট্রাইবুনালে বিচার ও নিহত ছাত্র বা যাত্রীদের ক্ষতিপূরণ দিতে হবে।
৫. সাড়া দেশে প্রত্যেক জেলায় যতগুলো বি আর টি সি এর বাস ছিল সেগুলো সচল করতে হবে এবং প্রতি জেলায় বি আর টি সি বাস সংখ্যা বাড়াতে হবে।
৬. গাড়িচালকদের জন্যে দেশে যতগুলো ট্রেনিং ইন্সটিটিউট ছিল সেগুলো সচল করতে হবে এবং মাসিক ভাবে ডোপ টেস্ট করতে হবে।
৭. কোনো গাড়িচালক দৈনিক ৮ ঘন্টার বেশী ডিউটি করতে পারবে না এবং সে হিসেবে স্যালারি পাবে এবং মালিকের সাথে নির্দিষ্ট দৈনিক অর্থ জমার চুক্তি থাকতে পারবে না তা নিশ্চিত করতে হবে।
৮.নারীদের নিরাপত্তার জন্যে প্রত্যেক বাসের অভ্যন্তরে ক্যামেরা স্থাপন করতে হবে।
শিক্ষার্থীরা আরো বলেন, এক দেশে কেন দুই নীতি? এটা আমরা মানি না। ঢাকার মতো সারাদেশেও হাফ ভাড়া কার্যকর করতে হবে। না হলে কঠোর আন্দোলনে নামবে শিক্ষার্থীরা।