নিখোঁজ হওয়ার ৬ দিন পর জঙ্গলে মিলল ইজি বাইকচালকের লাশ

বুধবার, জুলাই ১৭, ২০১৯,৫:১৮ পূর্বাহ্ণ
0
41

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজ হওয়ার ছয় দিন পর পুলিশ উদ্ধার করেছে  বিপ্লব মণ্ডল (২৮) নামের এক ইজি বাইকচালকের গলিত লাশ । গতকাল মঙ্গলবার তাঁর লাশ উদ্ধার করা হয় জঙ্গল থেকে । মৃত অসিনী মণ্ডলের ছেলে মৃত বিপ্লব মণ্ডল উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ধনপুর গ্রামের । 

কালীগঞ্জ থানার ওসি আবু বকর নিহতের মা বাসনা রানী মণ্ডলের বরাত দিয়ে জানান, শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে গত ১১ জুলাই বিপ্লব মণ্ডল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল সকালে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে রামচন্দ্রপুর গ্রামের জঙ্গলে একটি গলিত লাশ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে  শনাক্ত করে লাশ।

ওসি আরো জানান, শ্বাসরোধে বিপ্লব মণ্ডলকে হত্যার পর মুখ বিকৃত করার জন্য তাঁর গাল কেটে উপড়ে ফেলা হয়েছে দুই চোখ বলে ধারণা করা হচ্ছে।  পাওয়া যায়নি তাঁর ইজি বাইকটি। তাঁকে হত্যা করে ইজি বাইকটি ছিনতাই করা হয়েছে নাকি ঘটনার পেছনে অন্য কিছু রয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে