[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নিখোঁজের ছয় ঘণ্টা পর কিশোরগঞ্জের ভৈরবে ব্রিজ থেকে পড়ে যাওয়া শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। কোদালকাটি নদী থেকে লাশটি উদ্ধার করা হয় মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সোয়া ৯ টার দিকে।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার বিকেল মধ্যারচর এলাকার বাক প্রতিবন্ধী শিশু রহিম ৩ টার দিকে বাড়ির পাশের শিমুলকান্দি ব্রিজ থেকে অসতর্কতাবশত কোদালকাটি নদীতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে, তাকে উদ্ধারে অভিযান শুরু করে ভৈরব ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরী দল। পরে রহিমের লাশ উদ্ধার করা হয় নদী থেকে।