[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চাঁদপুরের বিশিষ্ট সংগঠক, ভাষাসৈনিক ডা. এম এ গফুর আর নেই। আজ শুক্রবার (২৩ আগস্ট) ভোরে তিনি মারা যান রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর মৃত্যুকালে। মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজ বাদ জুমা চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে। তাঁকে দাফন করা হবে স্থানীয় পৌর গোরস্থানে।
১৯৫২ সালে ডা. এম এ গফুর ভাষা আন্দোলনে নেতৃত্ব দেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যায়নকালে। তিনি দেশের স্বাধীনতার সংগ্রামসহ বিভিন্ন আন্দোলনে দক্ষ সংগঠক।অনেকটা প্রচারবিমুখ ছিলেন তিনি। এই ভাষাসৈনিক চিকিৎসা শাস্ত্রে মেডিসিন ও রেডিওগ্রাফিতে দেশ-বিদেশে পড়াশোনা শেষে চাঁদপুরেই সমাজসেবায় জড়িত ছিলেন মৃত্যু পর্যন্ত।
তিনি চাঁদপুর ডায়াবেটিস হাসপাতাল, বিএনএসবি মাজহারুল হক চক্ষু হাসপাতালসহ অসংখ্য প্রতিষ্ঠান ও সংগঠন প্রতিষ্ঠা করেন। দুই ছেলে এবং মেয়ে রেখে গেছেন ডা. এম এ গফুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তাঁর সহধর্মিনী মাহমুদা খানম। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।