না ফেরার দেশে তাড়াইলের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন

শুক্রবার, জুন ২৭, ২০২৫,২:৩০ অপরাহ্ণ
0
63

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়া (৭২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন, তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান সহ আইন-শৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়া। মৃত্যুর সময় স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়ার জন্ম তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে তিনি অংশগ্রহণ করেন। ১৯৯৭ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০১৩ সালের নভেম্বর মাস থেকে ২০২৫ সাল টানা ১২ বছর তিনি তালজাঙ্গা আরসিরায় উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে শিক্ষাক্ষেত্রে রেখে গেছেন এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, গতকাল শুক্রবার বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়া ছিলেন মুক্তিযুদ্ধের একজন সাহসী সন্তান।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে