[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে ক্রমবর্ধমান নারী নির্যাতন , ধর্ষণ, ও নারীর প্রতি সহিংসার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। ইয়ুথ এ্যাকশন সোসাইটি, সুজন সহ বিভিন্ন সংগঠন যৌথ ভাবে এর আয়োজন করে।
মানববন্ধন চালাকালে বক্তব্য রাখেন সুসাশাসনের জন্য নাগরিক সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক মঈন তালুকদার, আইনজীবী আক্কাস সিকদার,সহ অন্যন্যরা। সমাবেশে বক্তারা সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের ফাঁসির দাবি জানান।