‘নারী ও শিশু সহিংসতা বন্ধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে’

সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২০,১২:১৪ অপরাহ্ণ
0
38

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশ নারী মুক্তি সংসদের সভপতি সাবেক সংসদ সদস্য হাজেরা সুলতানা ও যুগ্ম সাধারণ সম্পাদক শিউলি সিকদার আজ এক বিবৃতিতে নারী ও শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেছেন, করোনা মহামারিতে মানুষ যখন জীবন-জীবিকা রক্ষায় ব্যস্ত তখন এক শ্রেণীর দূর্বিত্তরা নারী ও শিশুদের উপর সহিংসতা সৃষ্টি করছে। সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় গৃহশ্রমিকসহ নারী শ্রমিকদের উপর শারীরিক নির্যাতন ও যৌন হয়রানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সমাজের এই দূর্বিত্তদের দলন করতে না পারলে নারী ও শিশুদের রক্ষা করা যাবেনা। নারী ও শিশুকে রক্ষা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠবেনা।

এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে