[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল ও জেলা সাধারণ সম্পাদক মামুন মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমাবার ( ১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে তাঁদেরকে নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সোমবার সকালে সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় জেলা বিএনপির এ দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ১৬ ডিসেম্বর সকালে বিএনপি নেতাকর্মীরা শহরে বিজয় র্যালি বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় সদর মডেল থানা পুলিশের পরিদর্শক জয়নাল আবেদীনসহ আরো একজন এসআইকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন বিএনপি নেতাকর্মীরা। ওই ঘটনায় সদর মডেল থানায় নাশকতা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়।
পুলিশ আরো জানায়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকে রাত ১টায় শহরের মিশনপাড়ার সোনারগাঁও ভবন বাসা থেকে গ্রেপ্তার করা হয়। একই সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদকে সিদ্ধিরগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।