নারায়ণগঞ্জে বিএনপির শীর্ষ দুই নেতা গ্রেপ্তার

মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০১৯,৪:৪৬ পূর্বাহ্ণ
0
11

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল ও জেলা সাধারণ সম্পাদক মামুন মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমাবার ( ১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে তাঁদেরকে নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সোমবার সকালে সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় জেলা বিএনপির এ দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ১৬ ডিসেম্বর সকালে বিএনপি নেতাকর্মীরা শহরে বিজয় র‌্যালি বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় সদর মডেল থানা পুলিশের পরিদর্শক জয়নাল আবেদীনসহ আরো একজন এসআইকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন বিএনপি নেতাকর্মীরা। ‌ওই ঘটনায় সদর মডেল থানায় নাশকতা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়।

পুলিশ আরো জানায়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকে রাত ১টায় শহরের মিশনপাড়ার সোনারগাঁও ভবন বাসা থেকে গ্রেপ্তার করা হয়। একই সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদকে সিদ্ধিরগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে