[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মো. জহিরুল ইসলাম (৪৪) নামে এক ভুয়া ডাক্তারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে তাকে গ্রেফতার করা হয় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় চাঁন সুপার মার্কেটের ৩য় তলার ‘কুমিল্লা ডায়াগনস্টিক কমপ্লেক্সে (সিডি কমপ্লেক্সে)’ থেকে। এসময় জব্দ করা হয় তার স্বাক্ষর করা ৪টি আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট, একটি প্রেসক্রিপশন, ১টি আল্ট্রাসনোগ্রাম মেশিন, ১টি প্রিন্টার, স্টেথিস্কোপ-১টি, ১টি ভুয়া অটোসিল।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব তথ্য জানান র্যাব-১১ এর উপ-পরিচালক (মিডিয়া অফিসার) মেজর তালুকদার নাজমুছ সাকিব । বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট তৈরির সময় গ্রেফতার ভুয়া ডাক্তারের কাছ থেকে উদ্ধার লেটার হেডের ওপর ডা. মো. জহিরুল ইসলাম, এমবিবিএস, পিজিটি (মেডিসিন অ্যান্ড গাইনি), সিএমইউ (ডিইউ), ডিএমইউ (ডিইউ), (সনোলজিস্ট) মেডিসিন, মা, শিশু, চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ চিকিৎসক লেখা ছিল। র্যাব আরও জানায়, নকল ভারতীয় এমবিবিএস/এএম সার্টিফিকেট কিনেছেন ২০০৩ সালে পাঁচ লাখ টাকা দিয়ে । তিনি রোগীদের সাথে প্রতারণা করে আসছেন এতোদিন ধরে তা ব্যবহার করে।